দিনাজপুর: টানা অবরোধে নাশকতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের নয় কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীররাত থেকে শনিবার সকাল ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক নয়জনের মধ্যে ছয়জন বিএনপির ও তিনজন জামায়াত-শিবিরের কর্মী।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে। এছাড়া মহাসড়কে গাড়ির নিরাপত্তায় মোতায়েন রয়েছে পুলিশ ও আনসার।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫