ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
সিরাজগঞ্জে রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: মিছিলে পুলিশি বাধার প্রতিবাদে সিরাজগঞ্জে রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত  এ হরতাল চলবে বলে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু।



জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের অভিযোগ, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ ও ধানবান্ধি মহল্লা থেকে একটি মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা। কিন্তু এসময় পুলিশ বাধায় দেওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
 
এর প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।