ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল, আটক ২

ঝিনাইদহ: ঝিনাইদহে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। এদিকে, নাশকতার আশঙ্কায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে শহরে অভিযান চালিয়ে দুই বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।



শনিবার সকালে শহরের উজির আলী স্কুলের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের এইচএস সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে মডার্ণ মোড়ে সমাবেশ করে নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন-বিএনপি নেতা মতলেব মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম মশিউর, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাজেদুর রহমান পপ্পু, লোকমান হোসেন, আহসান হাবিব রণক, রবিউল, মীর ফজলে ইলাহী শিমুল, মিজানুর রহমান সুজান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।