ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

শনিবারও ফেরত গেলো খালেদার কার্যালয়ের খাবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
শনিবারও ফেরত গেলো খালেদার কার্যালয়ের খাবার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে খাবার দিতে আসা আরো একজনকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ওই ব্যক্তি শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৫ মিনিটে ঢাকা মেট্রো থ-১৩৪৮৯৪ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৪০ প্যাকেট খাবার ও পানি দিতে আসেন।



খাবার দিতে আসা ব্যক্তির নাম হিমেল। প্যাকেট দেখে বুঝা যায়, রাজধানীর স্টার কাবাব রেস্টুরেন্ট থেকে ওই খাবার আনা হয়েছিলো।

কিন্তু অটোরিকশাটি গুলশান কার্যালয়ের সামনে এলে সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তা ফেরত পাঠান।

এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

বাংলানিউজকে তিনি বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) কার্যালয়ে কেনো খাবার ঢুকতে দেওয়া হচ্ছে না? কিন্তু কাদের নির্দেশে বুধবারের (১১ ফেব্রুয়ারি) পর থেকে খাবার ঢুকতে বাধা দেওয়া হচ্ছে?

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।