ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

নাশকতা প্রতিরোধের আহ্বানে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
নাশকতা প্রতিরোধের আহ্বানে  মানববন্ধন ছবি: জাহিদ সায়মন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হরতাল-অবরোধের নামে পেট্রোলবোমা হামলাসহ নাশকতা প্রতিরোধের আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে সর্বদলীয় মঞ্চ (এপিএ)।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে দেশের মানুষ অর্থনীতি ও শিক্ষায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অব্যাহত নাশকতার কারণে বিপর্যস্থ হয়ে পড়েছে দেশের সার্বিক কাঠামো।

তাই বোমাবাজীসহ নাশকতার বিরুদ্ধে দেশের সকল জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান মোস্তাক ভাসানীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, চেতনায় ৫২’র সভাপতি মো. মাসুম, গণঅধিকার পার্টির সভাপতি হোসেন মোল্লা, দরিদ্র পার্টির সভাপতি এমএ আজিজ সরকার, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।