খুলনা: রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ৪৮ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরের কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনের বিক্ষোভ সমাবেশে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।
খুলনার ফুলতলায় গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করার প্রতিবাদে এ হরতাল দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন স্থানীয় ২০ দল।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
।