খুলনা: খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
২০ দলীয় জোটের নেতাকর্মী হত্যা, রাজনৈতিক হয়রানিমূলক মামলা, গণগ্রেফতার, নির্যাতনের প্রতিবাদ ও নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি অফিসের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ২০ দলীয় জোট খুলনা মহানগর ও জেলা শাখা।
এতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম মঞ্জু।
এসময় বক্তৃতা করেন স্থানীয় ২০ দলের নেতারা।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫