গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন জামায়াতের রোকন আহম্মদ আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ধাপেরহাট আজগর আলী ডিগ্রি কলেজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আহম্মদ আলী উপজেলারবকশিগঞ্জ এ.কে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। ওইসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫