ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘ছেলে-মেয়েরা শিক্ষিত হোক এটা বিএনপি জোট চায় না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
‘ছেলে-মেয়েরা শিক্ষিত হোক এটা বিএনপি জোট চায় না’ বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি

ঢাকা: দেশের ছেলে-মেয়েরা শিক্ষিত হোক এটা বিএনপি-জামায়াত জোট চায় না বলে মন্তব্য করেছেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।  

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



হরতাল-অবরোধ প্রত্যহারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা।

মানববন্ধনে রাশেদ খান মেনন বলেন, দেশের ছেলে-মেয়েরা শিক্ষিত হোক এটা বিএনপি-জামায়াত জোট চায় না। এ জন্যই বিনা কারণে আবারো ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে তারা।

মন্ত্রী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে হরতাল-অবরোধ দিয়ে মানুষ পড়িয়ে হত্যা করে দেশে অপসংস্কৃতি তৈরি করছে তারা। তারা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধংসের পায়তারা করছে।

খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) নিজে তো স্কুলের গন্ডি পেরুতে পারেননি। তাই তিনি চান না যে দেশের ছেলে-মেয়েরা শিক্ষিত হোক।

দেশের সর্বস্তরের মানুষকে হরতাল-অবরোধ বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান রাশেদ খান মেনন।

মানববন্ধনে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ কর্মসূচির বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষ প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছে। নাশকতাকারীরা আর রাস্তায় থাকতে পারবে না। তাদের ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে।

মানববন্ধনে সিদ্ধেশ্বরী উচ্চ বালিক‍া বিদ্যালয়ের সভাপতি শেখ রইচ উল আলম ময়নার নেতৃত্বে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপস্থিতি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।