ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

‘খালেদা জিয়া কর্মসূচির নামে যুদ্ধ ঘোষণা করেছেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
‘খালেদা জিয়া কর্মসূচির নামে যুদ্ধ ঘোষণা করেছেন’ বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ

ঢাকা: কর্মসূচির নামে খালেদা জিয়া দেশ, দেশের মানুষ, উন্নয়ন ও ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
 
আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যকলাপ করায় খালেদা জিয়া ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত হবেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।


 
শনিবার বিকেলে ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) বোর্ড রুমে সংগঠনের নেতাদের সঙ্গে চলমান রাজনীতি নিয়ে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে যা হচ্ছে, তা কোনোমতেই রাজনৈতিক আন্দোলন বলা চলে না। এটা একটি দেশের বিরুদ্ধে বিএনপি নেতৃত্বাধীন জোটের ‘যুদ্ধ’ ঘোষণা।
 
তিনি বলেন, খালেদা জিয়া দেশের মানুষ, ব্যবসায়ী ও উন্নয়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এ যুদ্ধে খালেদা জিয়া পরাজিত হতে বাধ্য।
 
ব্যবসায়ীদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে, তা সরকার সহানুভূতির দৃষ্টিতে দেখছে।
 
পরিস্থিতি স্বাভাবিকের দিকে গেলেও মানুষের মধ্যে ভয়ভীতি কাজ করছে। অস্থিরতার কারণে ঢাকা ও চট্টগ্রাম রুটে সাপ্লাই চেইন ব্যাহত হচ্ছে বলে স্বীকার করেন তিনি।
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, কোনোদিন কোনো দেশে সন্ত্রাস, নাশকতা, জঙ্গি তৎপরতা অনির্দিষ্টকালের জন্য থাকে না। কোনো দেশের নাশকতা, জঙ্গি তৎপরতা সৃষ্টিকারীদের সঙ্গে সংলাপ হয় না। ব্যবসায়ীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অর্থনৈতিক উন্নয়ন করে যাবে সরকার।

এ সরকার ব্যবসাবান্ধব বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন মন্ত্রী।
 
ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী আরো বলেন, সরকার কয়েকটি পণ্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে পণ্যের বহুমুখীকরণের দিকে নজর দিয়েছে।
 
ফার্নিচার, ফার্মাসিউটিক্যাল রফতানিতে যে সুবিধা (শুল্ক ছাড়) পাওয়া যায়, তা ২০২১ সাল পর্যন্ত বৃদ্ধি করার বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে।
 
এ সময় ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ রাজনৈতিক অস্থিরতায় শিল্পখাতের ক্ষতি ও বেশ কিছু শিল্পখাতের সমস্যা মন্ত্রীর কাছে তুলে ধরেন। মন্ত্রী তা বিবেচনার আশ্বাস দেন।
 
এর আগে ডিসিসিআই সম্মেলন কক্ষে আনোয়ার গ্রুপের আনোয়ার সিমেন্ট শিট বাণিজ্যিকভাবে রফতানি ও লোগো উম্মোচনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী তোফায়েল আহমেদ।
 
তিনি অভিযোগ করেন, ব্যবসায়ীরা যাতে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে, সেজন্য শনিবার বিজিএমইএ ভবনের সামনে ব্যবসায়ীদের অনশনে পটকা ফোটানো হয়েছে।
 
তিনি বলেন, যে মুহূর্তে দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক সে মুহূর্তে একটি রাজনৈতিক দল ‘কর্মসূচি’র নামে ‘সন্ত্রাসী কার্যকলাপ’-এর মাধ্যমে তা বাধাগ্রস্ত করছে।
 
অনুষ্ঠানে কাজাখস্তানের ইউনাইটেড মিনারেলসের ব্যবস্থাপনা পরিচালক ড্যানিয়েল তকমোরেতভ, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রি’র গ্রুপ চেয়ারম্যান আনোয়ার হোসেন, শিল্প মন্ত্রণালয়ের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সামসুল হুদা খান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫/আপডেটেড: ১৮৩২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।