গাইবান্ধা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের নেতাকর্মীরা। তবে, লাঠিচার্জ করে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
সংশ্লিষ্টরা জানায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জোটের নেতাকর্মীরা।
মিছিলটি শহরের নিউ মার্কেটের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
পরে, জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সাবেক সহ-সভাপতি আলমগীর সাদুল্যা দুদু, কৃষকদলের আহ্বায়ক ইলিয়াছ হোসেন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হানিফ বেলাল, জাহিদুল ইসলাম আঙ্গুর, সাজ্জাদ হোসেন, সাইদুর রহমান মাস্টার, মাসুদ রানা, লোটাস খান, শহিদুল ইসলাম রাজু, অ্যাডভোকেট কাশেম, শাহনেওয়াজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫