ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতিসহ আটক ২২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতিসহ আটক ২২

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আলমগীর হোসেনসহ ২২ জনকে আটক করেছে পুলিশ।

নাশকতা এড়াতে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটক সবাই বিএনপি-জামায়াতের নেতাকর্মী। এদের মধ্যে সদরের রাজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন, রুহিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মানিক, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহীনও রয়েছেন।

এদিকে, বেলা ১২টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে ২০ দলের নেতাকর্মীরা। এসময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এতে এক পথচারী আহত হয়। এসময় কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনায় পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। ফের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করেছে প্রশাসন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।