মাদারীপুর: পুলিশের বাধায় মাদারীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টার দিকে মাদারীপুর জেলা বিএনপির নেতাকর্মীরা শহরের পুরান বাজার শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে মিছিলটি পণ্ড হয়ে যায়।
মিছিল করতে না পেরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান তাৎক্ষণিক বক্তব্যে পুলিশের আচরণের সমালোচনা করে নেতাকর্মীদের নিয়ে স্থান ত্যাগ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, অ্যাডভোকেট শরীফ সাইফুল কবীর, অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫