লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩ মার্চের সম্মেলনকে সফল করার জন্য ৮টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ওয়েলকাম কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের, সহ-সভাপতি আ ন ম ফজলুল করিম, সাধারণ সম্পাদক মিজানুর রহিম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাস্টার, নুর নবী চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।
এসময় জেলা আওয়ামী লীগের সব সদস্য ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
৩ মার্চ লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫