ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য খাবার ও ফুল নিয়ে এসে পুলিশি বাধার মুখে গুলশান কার্যালয়ের সামনে থেকে ফিরে গেলেন বিএনপির সাবেক হুইপ জাহিদ আলী চৌধুরীর পুত্রবধূ অস্ট্রেলিয়ান নাগরিক সেনওয়া চৌধুরী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে যান সেনওয়া চৌধুরী।
খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে গেলে প্রথমেই পুলিশ তার কাছে কোনো পরিচয় পত্র আছে কী-না জানতে চান। শেতাঙ্গ মহিলা সেনওয়া পুলিশকে কোনো পরিচয় পত্র দেখাতে না পারায় পুলিশ তাকে চলে যেতে বলেন। এর এক পর্যায়ে সেনওয়া খালেদা জিয়ার জন্য নিয়ে আসা ফুল ও খাবার নিয়ে চলে যান।
সেনওয়া বিএনপি চেয়ারপারসনের জন্য ফুলের তোড়া ছাড়াও গলদা চিংড়ি, কিছু মুরগি, গরুর মাংস, গাজর, আলু, পেয়াজ, রসুন ও ৫ লিটার সয়াবিন তেল সঙ্গে নিয়ে এসেছিলেন।
কিন্তু কর্তব্যরত পুলিশ কোনো কিছুই বিএনপির চেয়ারপারসনের কার্যলয়ে নিতে দেয়নি।
ইংরেজি ভাষী সেনওয়া হতাশ হয়ে তার সঙ্গে আনা সকল উপহার ফিরিয়ে নিয়ে যান।
ফিরে যাওয়ার আগে কার্যালয়ে কর্তব্যরতদের কাছে খালেদা জিয়াকে তার শুভেচ্ছা পৌছে দেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪,২০১৫