মানিকগঞ্জ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (১৪ পেব্রুয়ারি) বিকেলে শহরের আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি দলীয় কার্যালয়ে সামনে আসলে পুলিশ বাধা দেয়। এতে, কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট মোখছেদুর রহমান, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক এস এ কবির জিন্নাহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫