ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।
 
শনিবার (১৪ পেব্রুয়ারি) বিকেলে শহরের আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।



মিছিলটি দলীয় কার্যালয়ে সামনে আসলে পুলিশ বাধা দেয়। এতে, কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট মোখছেদুর রহমান, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক এস এ কবির জিন্নাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।