ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সভাপতি-সম্পাদক দ্বন্দ্বে আ’লীগের সমাবেশ পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
সভাপতি-সম্পাদক দ্বন্দ্বে আ’লীগের সমাবেশ পণ্ড

ঢাকা: রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা এলাকায় সভাপতি-সাধারণ সম্পাদক গ্রুপের দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগের ডাকা পূর্ব নির্ধারিত সমাবেশ পণ্ড হয়ে গেছে।   

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এ সমাবেশ হওয়ার কথা ছিলো।

কিন্তু দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে সমাবেশ পণ্ড হয়ে যায়।

বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে এ সমাবেশ আহ্বান করে কদমতলী থানা আওয়ামী লীগ।

সমাবেশে স্থানীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলাকে আমন্ত্রণ জানানো হয়। তিনি সমাবেশস্থলে উপস্থিতও হয়েছিলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের উপস্থিত থাকার কথা ছিলো।

সূত্র জানায়, বিক‍াল ৪টার দিকে শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তার দলবল নিয়ে মঞ্চের সামনে যান এবং তিনি মঞ্চে ‍ওঠেন। এর কিছুক্ষণ পর সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সানজিদা খানম ও আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিন একটি মিছিল নিয়ে মঞ্চের দিকে আসতে চাইলে এক পর্যায়ে সভাপতি গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে বাক-বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষের সৃষ্টি হয়।

আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিনের সঙ্গে থাকা পিস্তল নিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেন। এ সময় মঞ্চে থাকা তোফাজ্জল হোসেন ও সংসদ সদস্য আবু হোসেন বাবলা চলে যান। পরে সমাবেশ পণ্ড হয়ে যায়।

সমাবেশ মঞ্চ থেকে চলে যাওয়া সংসদ সদস্য আবু হোসেন বাবল‍া বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগ দুই গ্রুপের সংঘর্ষের কারণে সমাবেশ অনুষ্ঠিত হয়নি। আমার চোখের সামনেই আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিন কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেন।

তোফাজ্জল হোসেন বলেন, আমাকে ও আমার নেতাকর্মীদের হত্যা করতে কয়েক রাউন্ড গুলি করেছেন সানজিদা গ্রুপের নেতাকর্মীরা।

এদিকে এ বিষয়ে সানজিদা খানমের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বাংল‍ানিউজকে বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে নেওয়া হবে।     

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।