নড়াইল: নড়াইলে রোববার (১৫ ফেব্রুয়ারি) জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ফজলুর রহমান জিন্নাহ (এবার সভাপতি প্রার্থী) বাংলানিউজকে জানান, জেলা কমিটি কেন্দ্র থেকে ঘোষিত হওয়ার সম্ভাবনা বেশি। তিনি আরও বলেন, সম্মেলনে ভাষণ হবে, খাওয়া-দাওয়া হবে, তবে ভোট মনে হয় হবে না।
তৃণমূলের একাধিক নেতা জানান, জেলা সম্মেলন হবে, কিন্তু ভোট চাইতে কেউ আসছেন না। কোন্দলের কারণে শহরের পুরনো বাস টার্মিনাল চত্বরে নবনির্মিত দলীয় কার্যালয় বেশিরভাগ সময় বন্ধ থাকে। তৃণমূলের নেতা-কর্মীদের কেউ খোঁজখবর রাখে না। তাঁদের দাবি কাউন্সিলরদের ভোটে জেলা পর্যায়ের নেতা নির্বাচিত করতে হবে। রাজনীতির সঙ্গে জড়িত নন এমন কোনো ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে দেওয়া যাবে না।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
সভাপতি প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী, জেলা আ’লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহম্মেদ, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফ হাফিজুর রহমান খোকন, জেলা আওয়ামী লীগ নেতা গোলাম নবী, আওয়ামী লীগ নেতা খন্দকার মাসুদ হাসান, কর্নেল (অব.) হাসান ইকবাল, আওয়ামী লীগ নেতা মোল্লা ইমদাদুল ইসলাম।
সাধারণ সম্পাদক প্রার্থীরা হলেন- নড়াইল-১ আসনের সংসদ আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তি, অ্যাডভোকেট সোহরাব হোসেন, সাবেক পৌর মেয়র নিজাম উদ্দিন খান নিলু, সাবেক উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর, জাহাঙ্গীর কবির সিকদার ও আসিফুর রহমান বাপ্পি।
জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বাংলানিউজকে জানান, ইতোমধ্যে সব ইউনিটের সম্মেলন শেষ হয়েছে। জেলা সম্মেলনের প্রস্তুতি শেষ পর্যায়ে। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে দল আরও শক্তিশালী হবে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫