ঢাকা: ২০ দলীয় জোট ঘোষিত বিক্ষোভ কর্মসূচি ও চলমান অবোরধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পলাশীর মোড় পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সহ সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে এ মিছিলে অংশ নেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রজিবুল ইসলাম, ইমরান হোসেন, হাফিজুর রহমান, আনিসুর রহমান, সাইফুজ্জামান, মুতাসিম বিল্লাহ, সফিকুল ইসলাম, আক্তার, হারুনুজ্জামান, হাসান, রঞ্জু, রুবায়েত, মেহেদি, ফারুক, সাদ্দাম, ঢাকা কলেজ ছাত্রনেতা মোহন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
তবে মিছিলটি পলাশী পৌঁছলে পুলিশি ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫