নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমিরমুন্সিরহাট ও সেবারহাট বাজারে ২০দলের মিছিল থেকে হামলা চালিয়ে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশাসহ ১৫টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উভয় স্থানে কয়েক রাউন্ড টিয়ারশেল ও শটগানের ফাঁকা গুলি নিক্ষেপ করে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ইয়াসিন নামে স্থানীয় যুবদলের এক নেতাকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ছমিরমুন্সিরহাট বাজারে ২০দলের নেতাকর্মীরা মিছিল বের করে। একপর্যায়ে মিছিল থেকে নেতাকর্মীরা এলোপাতাড়ি হামলা চালিয়ে ট্রাক, পিকআপ ভ্যান ও অটোরিকশাসহ ছয়টি গাড়ি ভাঙচুর করে।
প্রায় একই সময়ে, ফেনী-চৌমুহনী মহাসড়কের সেবারহাট বাজারে ২০দলের মিছিল থেকে নেতাকর্মীরা মালবাহী ট্রাক ও অটোরিকশাসহ চারটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে সেনবাগ উপজেলা সদরে ২০দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে পাঁচটি অটোরিকশা ভাঙচুর করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় যুবদলের এক নেতাকে আটক করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, ২০দলের মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে কয়েক রাউন্ড টিয়ারশেল ও শটগানের ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। তবে, তার হিসাব এখনো নিরূপণ করা হয়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫