পাবনা: নাশকতার মামলায় পাবনা জেলা জামায়াতের প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রউফকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জামায়াত নেতা আব্দুর রউফের বিরুদ্ধে থানায় নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
এর আগেও তিনি গ্রেফতার হয়েছিলেন। পরে, তিনি জামিনে মুক্তি পান বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫