ঢাকা: দেশের চলমান রাজনৈতিক সঙ্কট ও সহিংসতা বন্ধের দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন সফলভাবে সম্পন্ন করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন জানান।
বিবৃতিতে তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে তখন ইসলামী আন্দোলন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জাতিকে জানান দিচ্ছে ইসলামী শাসন ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়।
দুই নেত্রীসহ নিবন্ধিত দলগুলোকে সংলাপের মাধ্যমে চলমান সঙ্কট নিরসনে উদ্যোগ নেওয়ারও আহবান জানান তিনি ।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪,২০১৫