সিলেট: অবশেষে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সোয়া ২টার দিকে নগরীর আল মারজান মার্কেটের সামনে থেকে তাকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, প্রায় দেড়মাস আগে কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন ছাত্রদল নেতা লিটন। এরপর চলমান আন্দোলনে নগরীর বিভিন্ন স্থানে অসংখ্য ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান তিনি। এ কারণে তাকে হন্য হয়ে খুঁজছিল পুলিশ।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছে।
তিনি জানান, নগরীর বিভিন্ন স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগের অসংখ্য মামলার আসামি হিসেবে লিটনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
রাজনীতি
অবশেষে গ্রেফতার ছাত্রদল নেতা লিটন
স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।