ঢাকা: রাজধানীর দৈনিক বাংলা মোড়ে পরপর ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিস্ফোরণে রাস্তায় থাকা মানুষ দিগ্বিদিক ছুটাছুটি করেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দৈনিক বাংলা মোড়ে কে বা কারা পরপর ৫টি ককটেল বিস্ফোরণে ঘটনায়। ককটেলের ধোয়ায় রাস্তায় থাকা লোকজন ছুটাছুটি করেন।
ককটেল বিস্ফোরণের শব্দে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
হরতাল সমর্থনকারীরা ককটেলগুলোর বিস্ফোরণ ঘটাতে পারে বলে ধারণা পুলিশের।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫