রাজশাহী: রাজশাহীতে ছাত্রদলের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর হেতেম খাঁ এলাকায় মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল ছুড়লে ছাত্রদলের নেতাকর্মীরা পালিয়ে যান। এ ঘটনায় ৪ জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, সবজিপাড়া এলাকার সেকেন্দারের ছেলে শিপু, তানোরের নুরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম, কাঁকনহাটের হাবিবুর রহমানের ছেলে রনি এবং নগরীর হেতেম খাঁ এলাকার শমসের আলীর ছেলে মোসতাক।
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক জানান, তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে ও জিজ্ঞাসাবাদ চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা হেতেম খাঁ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বরেন্দ্র যাদুঘরের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ তাদের ধাওয়া দিলে ছাত্রদল নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুইটি ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করেন। তবে ককটেল দুইটি বিস্ফোরিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫