ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে খাবার নেওয়ার নামে জাতিকে বিভ্রান্ত করতে বিএনপি আরেকটি নাটক মঞ্চস্থ করছে বলে দাবি করেন আওয়ামী লীগে প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেনে তিনি এ দাবি করেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রতিদিন রান্না-বান্না হচ্ছে। খালেদা জিয়া ও তার দলের নেতাকর্মীরা রান্না করা খাবারই খাচ্ছেন। তারপরও প্রতিদিন ৫০ জনের খাবার নেওয়ার নামে নাটক করছে তারা।
খালেদার জিয়ার কার্যালয়ের সামনে কর্তব্যরত পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, তার (খালেদা জিয়ার) কার্যালয়ে খাবার নিতে কোনো রকম বাধা দেওয়া হয়নি। কিছু পত্র-পত্রিকা এমন কিছু সংবাদ পরিবেশ করে জাতিকে বিভ্রান্ত করছে।
এ সময় হাছান মাহমুদ প্রশ্ন রেখে বলেন, কার্যালয়ে ৫০ জনের খাবার নেওয়া হয় কেন? সেখানে কি কোনো সন্ত্রাসীদের লুকিয়ে রাখা হয়েছে?
আবারো ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের নিন্দা জানান হাছান মাহমুদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫