ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

নাটোরে পিস্তলসহ ছাত্রদলের দুই কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
নাটোরে পিস্তলসহ ছাত্রদলের দুই কর্মী আটক ছবি: প্রতীকী

নাটোর: নাটোর শহরের উত্তর বড়গাছা এলাকা থেকে পিস্তলসহ ছাত্রদলের দুই কর্মীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন( র‌্যাব-৫)।

আটকরা হলেন- সদর উপজেলার ছাতনী ইউনিয়নের বারঘরিয়া গ্রামের মৃত ছইমুদ্দিনের সোহেল মাহমুদ (৩২) ও তেলকুপি এলাকার আফতাব উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৩)।

 

শনিবার বিকেল সোয়া ৪টার দিকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৫ এর বাগমারা ক্যাম্পের এএসপি জামাল-আল নাসের বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শহরের উত্তর বড়গাছা এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় মোটরসাইকেলে থাকা ছাত্রদল কর্মী সোহেল ও রবিউলকে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগজিনসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।