ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে বিএনপির কর্মসূচিতেও মাঠে নেই নেতাকর্মী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
রাজশাহীতে বিএনপির কর্মসূচিতেও মাঠে নেই নেতাকর্মী

রাজশাহী: বিএনপির ডাকা বিক্ষোভ কর্মসূচি রাজশাহীতে পালিত হয়নি। কর্মসূচিকে ঘিরে দিনভর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল।

আর বরাবরের মতো মাঠে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। ফলে বিক্ষোভ মিছিল হয়নি।

প্রায় একমাস ধরে রাজশাহীর জেলা ও নগর বিএনপির শীর্ষ নেতারা আত্মগোপনে রয়েছেন। বিভিন্ন নাশকতার মামলার ফেরারি আসামি তারা।

এরমধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, মহানগর যুবদল আহবায়ক ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ শীর্ষ নেতারা আত্মগোপনে থাকায় দলের সাংগঠনিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। শীর্ষ নেতাদের সাড়া না পাওয়ায় কর্মীরাও আর রাজপথে নামছেন না।

এছাড়া বিভিন্ন মামলায় রাজশাহী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফাসহ বেশ কিছু নেতাকর্মী বর্তমানে কারাবন্দি রয়েছেন। এসব কারণে অবরোধ ও হরতালের মতো কর্মসূচি চললেও প্রায় এক মাস ধরে বিএনপির কর্মসূচি পালনে মাঠে নামছেন না অন্য নেতাকর্মীরা।

পরিস্থিতি এমন, রাজশাহীতে কর্মসূচি পালন না হওয়া নিয়ে কথা বলার মতো কোনো বিএনপি নেতাকে খুঁজে পাওয়া যায়নি। বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ জেলার বিভিন্ন স্থানের প্রথম সারির নেতাদের মোবাইল ফোন নম্বরও রয়েছে বন্ধ।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, ২০ দলীয় জোট আজ মহানগরীর কোথাও কোন মিছিল-সমাবেশ করেনি। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মহানগর জুড়ে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া চলছে বিজিবি ও র‌্যাবের টহল।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।