ঢাকা: ভালোবাসা দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টা ৫ মিনিটে গোলাপ ফুল নিয়ে প্রবেশ করেন তিনি।
কার্যালয়ের গেটে গোয়েন্দা সংস্থার লোকজন প্রথমে প্রবেশ করতে না দিলেও পরে খালেদা জিয়ার বড় বোন পরিচয় দেওয়ার পর তাকে প্রবেশ করতে দেওয়া হয়।
এর আগে বিকাল ৪টায় খালেদা জিয়ার জন্য খাবার ও ফুল নিয়ে আসেন বিএনপির সাবেক হুইপ জাহিদ আলী চৌধুরীর পুত্রবধূ অস্ট্রেলিয়ান নাগরিক সেনওয়া চৌধুরী। পুলিশ তাকে প্রবেশ করতে না দিলে খাবার ও ফুল নিয়ে ফিরে যান।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫