বাগরেহাট: দেশে আর কখনো ওয়ান ইলেভেন হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।
শনিবার বিকেলে বাগেরহাট শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, খালেদা জিয়া কোনো কারণ ছাড়াই এদেশের নিরীহ মানুষকে পেট্রোলবোমা মেরে পুড়িয়ে হত্যা করছে। সন্ত্রাসী কর্মকাণ্ড করে এ সরকারের কাছ থেকে দাবি আদায় করা যাবে না।
হানিফ বলেন, দেশে আর কখনো ওয়ান ইলেভেন হওয়ার সুযোগ নেই। যারা এই স্বপ্ন দেখেন তারা ষড়যন্ত্রকারী। সুশিল সমাজরা এখন খালেদা জিয়ার পেট্রোল বোমাবাজদের পক্ষ নিয়ে সরকারকে সংলাপের কথা বলছে।
তিনি আরও বলেন, সরকার কোনো হত্যাকারীর সঙ্গে সংলাপে বসবে না। খালেদা জিয়া সাধারণ মানুষের ভোটের অধিকার হরণ করেছেন। বারবার অনুরোধ করার পরও তিনি ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেননি।
এখন তারাই নির্বাচনের দাবিতে জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে অবরোধ-হরতালের নামে দেশব্যাপী নাশকতা মূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন হানিফ।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, সংরক্ষিত এমপি হেপী বড়াল প্রমুখ।
ত্রি-বার্ষিক সম্মেলনে ডা. মোজাম্মেল হোসেন এমপিকে সভাপতি এবং শেখ কামরুজ্জামান টুকুকে সাধারণ সম্পাদক করে পুনরায় জেলা কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫