ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সঙ্কট নিরসনে সরকার ভুল করছে

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
সঙ্কট নিরসনে সরকার ভুল করছে কাজী জাফর আহমদ

ঢাকা: দেশব্যাপী সহিংসতা ও নাশকতা বন্ধে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে সরকার ভুল করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



কাজী জাফর আহমদ বলেন, দেশে এখন ভয়াবহ রাজনৈতিক সঙ্কট তৈরি হয়েছে। এ সমস্যার সমাধানে দেশে ও আন্তর্জাতিক মহলে জোর দাবি ওঠেছে। কিন্তু এই গণদাবির বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে সঙ্কট সমাধানের ভুল পদক্ষেপ নিয়েছে সরকার। এতে করে ভয়াবহ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দেশ।

তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনই যে এর স্থায়ী সমাধান তা সবারই জানা।

চলমান এই সঙ্কট সমাধানে সরকারের এই শুভবুদ্ধি উদয় হলে দেশে শান্তি ফিরে আসবে বলেও মনে করেন তিনি।

জাফর আহমদ বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে টানা চারদিন ধরে খাবার ও পানি সরবরাহ বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুকনো খাবার, ফল, ওয়াসার সাপ্লাইয়ের ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি পান করে সেখানে অনেকে মানবেতর জীবন যাপন করছেন।

এছাড়া এর আগে ইন্টারনেট, স্যাটেলাইট ক্যাবল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনার নিন্দা জানান, কাজী জাফর আহমদ। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের ঘটনা কল্পনাতীত ও নজির বিহীন।

অবিলম্বে  এসব কর্মকাণ্ড বন্ধ করে খাবার প্রবেশের অনুমতি, নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংলাপের আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।