ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদাকে বড় বোন সেলিনা ইসলামের শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
খালেদাকে বড় বোন সেলিনা ইসলামের শুভেচ্ছা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: ভালোবাসা দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেছেন খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টা ৫ মিনিটে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

রাত সোয়া ৯টায় তিনি কার্যালয় থেকে তিনি বের হয়ে যান।   

কার্যালয়ের গেটে গোয়েন্দা সংস্থার লোকজন প্রথমে প্রবেশ করতে না দিলেও পরে খালেদা জিয়ার বড় বোন পরিচয় দেওয়ার পর তাকে প্রবেশ করতে দেওয়া হয়।

এর আগে বিকাল ৪টায় খালেদা জিয়ার জন্য খাবার ও ফুল নিয়ে আসেন বিএনপির সাবেক হুইপ জাহিদ আলী চৌধুরীর পুত্রবধূ অস্ট্রেলিয়ান নাগরিক সেনওয়া চৌধুরী। পুলিশ তাকে প্রবেশ করতে না দিলে খাবার ও ফুল নিয়ে ফিরে যান।

** গুলশান কার্যালয়ে খালেদার বড় বোন সেলিনা ইসলাম

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।