ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাসে পেট্রোলবোমা নিক্ষেপ, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
সুনামগঞ্জ-সিলেট সড়কে বাসে পেট্রোলবোমা নিক্ষেপ, আহত ২ ফাইল ফটো

সুনামগঞ্জ: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নতুন করে ৭২ ঘণ্টা হরতাল শুরুর আগের রাতে সুনামগঞ্জ-সিলেট সড়কের রাউলী এলাকায় মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে হরতাল-অবরোধকারীরা। এতে রওশন আক্তার (৫০) নামে এক বাসযাত্রীর হাত দগ্ধ হয়েছে এবং বাস থেকে নামতে গিয়ে বাসের হেল্পার আহত হয়েছেন।



শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত বাসযাত্রী রওশন আক্তারকে স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মামুন পরিবহনের একটি বাস ঢাকা থেকে সুনামগঞ্জ যাচ্ছিল। রাত পৌনে ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের রাউলী এলাকায় আসলে হরতাল-অবরোধকারীরা বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বাসে আগুন ধরে যায়। এ সময় তাড়াতাড়ি নামতে গিয়ে বাসের হেল্পার আহত ও এক নারী যাত্রী দগ্ধ হন।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

** নাবিস্কোতে যাত্রীবাহী বাসে আগুন

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।