ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

চিরিরবন্দরে পুলিশ-জামায়াত সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ আহত ২৫

মাহিদুল ইসলাম রিপন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
চিরিরবন্দরে পুলিশ-জামায়াত সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ আহত ২৫

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বাজার এলাকায় পুলিশ-জামায়াত সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পাচঁজনকে আটক করেছে পুলিশ।



শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে নাশকতার মামলায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে রাণীরবন্দর বাজার এলাকায় নাশকতার মামলায় অভিযুক্ত আসামি খোদা বক্সকে (৩৮) গ্রেফতার করে পুলিশ। বিষয়টি জামায়াত-শিবিরের স্থানীয় নেতাকর্মীরা টের পেলে অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যদের আটক করে তাদের ওপর হামলা চালিয়ে গ্রেফতার হওয়া আসামিকে ছিনিয়ে নেয় তারা। এ সময় ৫ জন পুলিশ সদস্য গুরুতর আহত হন।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এছাড়া আহতদের তাৎক্ষনিক উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে (দিমেক) পাঠানো হয়।

এরপর, পুলিশের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সাড়াশি অভিযান চালালে হামলাকারীরা আবারও পুলিশের ওপর হামলা করে।

পরে পুলিশ হামলাকারীদের ওপর গুলি চালালে খোদা বক্স (৩৮) ও মতিয়ার (৩২) নামের দুইজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হন। তাৎক্ষনিক তাদের উদ্ধার করে দিমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে দিনাজপুর চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাচঁজন পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পাচঁজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।