লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের জকসিন এলাকায় পুলিশের গাড়িবহরে ইট নিক্ষেপের ঘটনায় মো. আনোয়ার হোসেন (১৫) নামে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লক্ষ্মীপুরের পোদ্দার বাজার এলাকা থেকে পুলিশের গাড়িবহর লক্ষ্মীপুর আসছিল। পথে জকসিন এলাকায় পৌঁছালে ওই শিবিরকর্মী গাড়িবহর লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। তাৎক্ষণিক পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে।
বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫