ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে পুলিশের গাড়িতে ইট নিক্ষেপ, শিবিরকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
লক্ষ্মীপুরে পুলিশের গাড়িতে ইট নিক্ষেপ, শিবিরকর্মী আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের জকসিন এলাকায় পুলিশের গাড়িবহরে ইট নিক্ষেপের ঘটনায় মো. আনোয়ার হোসেন (১৫) নামে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আটক শিবিরকর্মী আনোয়ারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লক্ষ্মীপুরের পোদ্দার বাজার এলাকা থেকে পুলিশের গাড়িবহর লক্ষ্মীপুর আসছিল। পথে জকসিন এলাকায় পৌঁছালে ওই শিবিরকর্মী গাড়িবহর লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। তাৎক্ষণিক পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে।

বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।