ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহের নয় সড়ক, জামায়াত-শিবিরের মিছিলের পথ!

এম. আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
ময়মনসিংহের নয় সড়ক, জামায়াত-শিবিরের মিছিলের পথ!

ময়মনসিংহ: দেশে টানা হরতাল-অবরোধের দিনগুলোতে ময়মনসিংহে নিজেদের কৌশল বদল করেছে ধর্মীয় রাজনৈতিক দল জামায়াত ও তাদের ছাত্র সংগঠন শিবির। গোটা শহর থেকে নিজেদের গুটিয়ে মাত্র নয় সড়কে ‘দৌড় মিছিল’ চালিয়ে যাচ্ছে ধর্মান্ধ এ সংগঠনটি।

অবশ্য এসব মিছিলে জনবল নেমেছে শূন্যের কোঠায়।  

দীর্ঘদিন ঘাপটি মেরে থাকার পর গত এক মাসের সহিংস আন্দোলনে মূলত সাবেক প্রধান বিরোধীদল বিএনপির ওপর ভর করেই আবারও প্রকাশ্যে আসার সাহস পেয়েছে মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী জামায়াত।

তবে গত কয়েকদিনে পুলিশের চিরুনি অভিযানে শিবিরের আস্তানার সন্ধান, পুলিশি হানা ও গ্রেফতারের ঘটনার মধ্যেও নিজেদের টিকিয়ে রাখার পাল্টা কৌশল নিয়ে এগুচ্ছে জামায়াত-শিবির, এমন মত স্থানীয় বিভিন্ন সূত্রের।

সূত্র জানায়, ময়মনসিংহ শহর, গফরগাঁও, ফুলবাড়িয়া ও ত্রিশালে আগে জামায়াত-শিবিরের শক্ত ঘাঁটি ছিল। কিন্তু এসব স্থানগুলোতে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ জামায়াত-শিবির পাকড়াও করতে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকায় ধর্ম পুঁজি করে রাজনীতি করা জামায়াত-শিবিরের কোমড় অনেকটাই ভেঙে পড়ে।

সূত্র মতে, শহরের ব্রাক্ষপল্লী, বাঘমারা, ভাটিকাশর, কাঁচিঝুলি, কলেজ রোড, চরপাড়া, মাসকান্দা, সানকিপাড়া, সেনবাড়ি, গুলকিবাড়িসহ শহরের প্রায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এক সময় জামায়াত-শিবিরের প্রকাশ্য বিচরণ ছিল। তখন পুলিশের চোখ ফাঁকি দিয়ে সাহস দেখিয়ে শোডাউন করে এসব পয়েন্টে নিজেদের শক্তিমত্তাও জানান দিতো তারা।  

কিন্তু চলতি বছরের ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত লাগাতার অবরোধ, পরে দফায় দফায় ডাকা হরতালের সহিংস দিনগুলোতে শহরের অনেক পয়েন্ট থেকে লেজ গুটিয়ে মাত্র নয় পয়েন্টে কার্যক্রম সীমিত করে জামায়াত।

স্থানীয়রা অভিযোগ করেন, শহরজুড়ে দাপিয়ে বেড়ানোর শক্তি জামায়াত-শিবিরের নেই। কিন্তু কদিন বাদে বাদেই এসব পয়েন্টে পঞ্চাশ থেকে একশ’ গজের মধ্যে কাঁধে ব্যাগ আর ‘নারায়ে তাকবীর’ স্লোগান দিয়ে মিছিল করে মুহুর্তেই আতঙ্ক ছড়ানোর কাজটি সেরে নিতে দেখা গেছে তাদের।

বিশেষ করে দু’তিনটি পয়েন্টে পুলিশের নুন্যতম নজরদারির অভাব ও ঢিলেমির সুযোগে ঠিকই জনমনে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে স্বাধীনতাবিরোধী এ রাজনৈতিক দল ও তাদের ছাত্র সংগঠন। ক’দিন আগে বাংলানিউজে প্রকাশিত ‘ভাই সরেন, শিবির আইতাছে’ শিরোনামে শীর্ষক প্রতিবেদনেও জামায়াত-শিবিরের আতঙ্কের ধরণ ও স্থানীয় জনসাধারণের মনোভাবের বিষয়টি উঠে আসে।

তবে জামায়াত-শিবিরের মিছিলের পথ এসব সড়ক গোয়েন্দা পুলিশের নজরদারিতে রয়েছে বলে জানিয়েছে, জেলা গোয়েন্দা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র।

একই সঙ্গে ক’দিন আগে শহরের সানকিপাড়া হেলথ অফিসারের গলি এলাকায়  দু’টি মেসে শিবিরের নেতাকর্মীরা বড় ধরনের নাশকতা ঘটিয়ে আলোচনায় আসারও পরিকল্পনা নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের পাকড়াও করে পুলিশ।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বাংলানিউজকে বলেন, কয়েকটি পয়েন্টে হঠাৎ মিছিল হচ্ছে। ক’দিন আগে শহরের সানকিপাড়া হেলথ অফিসারের গলি এলাকা থেকে পুলিশ শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীকে আটক করে। এখন আমরা জামায়াত-শিবিরের আস্তানা হিসেবে পরিচিত মেসগুলো শনাক্তকরণের জন্য কাজ করছি।

একই বিষয়ে যোগাযোগ করা হলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম মিছিলের বিষয়টিকে গুরুত্বহীন হিসেবে মন্তব্য করে বলেন, যেখানে জামায়াত-শিবির নিরাপদবোধ করছে সেখানেই মিছিল করছে। কিন্তু তারা কোনো নাশকতা ঘটাতে পারছে না। পারবেও না। কারণ পুলিশ তৎপর রয়েছে। তাদের ধরতে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫ 

** ভাই সরেন, শিবির আইতাছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।