ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

লোহাগড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
লোহাগড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে আগুন

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীররাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।



দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ জানান, গভীররাতে দিঘলিয়া বাজারে দলীয় কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। টের পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভায়। কিন্তু ততক্ষণে কার্যালয় পুড়ে যায়। এসময় পাশের এক চাটাই ব্যবসায়ীর লক্ষাধিক টাকার চাটাই পুড়ে গেছে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।

সকাল সাড়ে ৯টায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমিও ঘটনাস্থল পরিদর্শন করবো।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।