ঢাকা: হরতাল-অবরোধ তুলে নিয়ে ক্লাস-পরীক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে মানববন্ধন করছে বাড্ডা গার্লস হাইস্কুলের ছাত্রীরা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টা ২০ মিনিটে শুরু হওয়া এ মানববন্ধনে পাঁচ শতাধিক ছাত্রী অংশ নিয়েছে।
বাড্ডা গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মজিবুর রহমান বাংলানিউজকে জানান, হরতাল-অবরোধের কারণে ছাত্রীদের ক্লাস-পরীক্ষা ব্যাহত হচ্ছে, তাই আমরা মানববন্ধনে এসেছি।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫।