পাবনা: পাবনা সদর উপজেলার রামানন্দপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এসময় পাল্টা-পাল্টি হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে উভয়পক্ষের কমপক্ষে ১৫টি বাড়ি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় শহিদুল্লা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রামানন্দপুর গ্রামের আওয়ামী লীগ নেতা সবুজ ও মামুন গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে শনিবার রাতে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় উভয় গ্রুপ লাঠিসোটা ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
এসময় বন্দুকের কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা গেছে বলে জানান স্থানীয়রা।
এদিকে, সংঘর্ষ চলাকালে দুই গ্রুপ পাল্টা-পাল্টি হামলা চালিয়ে ১৫টি বাড়ি ভাঙচুর করে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫