ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে শিবিরের হামলায় পুলিশসহ আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
সিলেটে শিবিরের হামলায় পুলিশসহ আহত ২

সিলেট: সিলেট নগরীতে পুলিশের রিক্যুইজিশন করা দুই গাড়িতে হামলা চালিয়েছেন শিবির নেতাকর্মীরা। এতে এক পুলিশ সদস্য ও এক লেগুনা চালক আহত হয়েছেন।



রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে শেখঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লেগুনা ও একটি টেম্পুযোগে নগরীর মিরের ময়দান পুলিশলাইন থেকে দায়িত্ব পালনে শেখঘাট এলাকায় আসছিলেন পুলিশ সদস্যরা। পথিমধ্যে শেখঘাট পয়েন্টে একটি গলির ভেতর থেকে অতর্কিতভাবে বের হয়ে দেশি অস্ত্র নিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করেন শিবির কর্মীরা। এতে গাড়ি দু’টির সামনের গ্লাস ভেঙ্গে এক পুলিশ সদস্য ও লেগুনাচালক আহত হন। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সিলেট কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) সাজ্জাদুল আলম বাংলানিউজকে জানান, তিনি ঘটনাটি শুনেছেন। পুলিশের রিক্যুইজিশন করা গাড়িতে হামলা হয়েছে। তবে আহতদের ব্যাপারে তিনি কিছুই বলতে পারেননি।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।