ঢাকা: হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) নেতাকর্মীরা।
দলের চেয়ারম্যান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের নেতৃত্বে আড়াই শতাধিক নেতাকর্মী কার্যালয়ের গেট লাগোয়া রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছেন।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুসারে রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারটা থেকে এ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। আন্দোলনের নামে মানুষ হত্যার হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাহারে খালেদার প্রতি আহবান জানিয়েছেন বিএনএফের নেতাকর্মীরা।
দলের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এমপি তার বক্তব্যে বলেন, খালেদা জিয়ার আন্দোলনের নামে হরতাল-অবরোধ কর্মসূচি সরকার বিরোধী নয়, জনগণের বিরোধী। এসব কর্মসূচিতে চলমান নৃশংসতা ও জীবনহানি এবং শিক্ষার্থীদের পরীক্ষার মধ্যেও তা অব্যাহত রাখায় জনগণের বিরুদ্ধে চলে গেছে।
খালেদা জিয়া যেহেতু তিনবারের প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ, সেহেতু জনগণের স্বার্থেই তিনি হরতাল-অবরোধ প্রত্যাহার করবেন বলেও আশা প্রকাশ করেন বিএনএফ চেয়ারম্যান।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
** খালেদার কার্যালয়ের কাছে ছাত্রীদের মানববন্ধন