দিনাজপুর: হরতাল ও টানা অবরোধে নাশকতা এড়াতে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৬ কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীররাত থেকে রোববার সকাল ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের মধ্যে নয়জন বিএনপির ও সাতজন জামায়াতের কর্মী।
দিনাজপুর পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন জানান, নাশকতাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অবহ্যাত থাকবে।
তিনি আরো জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫