ঢাকা: হরতাল-অবরোধ তুলে নিয়ে ক্লাস-পরীক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে মানববন্ধন করছে আরও একটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে শুরু হওয়া এ মানববন্ধনে কালাচাঁদপুর হাইস্কুল অ্যান্ড কলেচের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে।
খালেদার কার্যালয়ে ঢোকার মুখে গুলশান-২ এর পুরো ৮৬ নম্বর রাস্তাজুড়ে অবস্থান নিয়ে মানববন্ধন করছে শিক্ষার্থীরা। কয়েকজন শিক্ষার্থী বাংলানিউজকে বলেছে, হরতাল-অবরোধের কারণে আমাদের ক্লাস-পরীক্ষা ব্যাহত হচ্ছে। তাই এসব কর্মসূচি প্রত্যাহারের দাবিতে আমরা মানববন্ধনে এসেছি।
এর আগে সকাল ১০টা ২০ মিনিট থেকে একই দাবিতে মানববন্ধন করে বাড্ডা গার্লস হাইস্কুলের পাঁচ শতাধিক ছাত্রী। একই সড়কে আধা ঘণ্টার এ মানববন্ধনে নেতৃত্ব দেন স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি মজিবুর রহমান।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
** খালেদার কার্যালয়ের সামনে তাঁতি লীগের অবস্থান
** ২৪ ঘণ্টার মধ্যে হরতাল-অবরোধ প্রত্যাহার না হলে ঘেরাও
** খালেদার কার্যালয়ের সামনে বিএনএফের অবস্থান
** খালেদার কার্যালয়ের কাছে ছাত্রীদের মানববন্ধন