ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার কার্যালয়ে অবস্থানে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
খালেদার কার্যালয়ে অবস্থানে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজনৈতিক সহিংসতা এবং খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অবস্থান- এসবের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে ১৪ দলের সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।



তোফায়েল আহমেদ বলেন, সম্প্রতি এক পাকিস্তানি নাগরিক ভারতীয় রূপিসহ ঢাকায় আটক হয়েছেন। এসব কিছু খালেদার আন্দোলনে আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রমাণ দেয়।

তিনি জানান, খালেদার আন্দোলনে পাকিস্তান সরাসরি সহায়তা দিচ্ছে। এর মধ্য দিয়ে তারা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে চায়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান হরতাল-অবরোধের নামে যা চলছে সেটা আন্দোলন নয়। এটা নাশকতা ও জঙ্গি তৎপরতা।

তোফায়েল আহমেদ বলেন, জঙ্গিদের সঙ্গে কোনো সংলাপ নয়। তাহলে বুশ লাদেনের সঙ্গেও সংলাপ করতেন। আমেরিকা আইএস ও তালেবানের সঙ্গেও সংলাপ করতো।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।