লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা থেকে শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের মিয়ার রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয়।
অপরদিকে, একই সময় লক্ষ্মীপুর-রায়পুর সড়কের চালতাতলী এলাকায় পিকেটিং করার সময় মো. মুজাহিদ (২১) নামে শিবিরের এক কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
জানা গেছে, সকালে রামগতি-লক্ষ্মীপুর সড়কের মিয়ার রাস্তার মাথা এলাকায় শিবির কর্মীরা একটি ঝটিকা মিছিল করে। খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে শিবিরের তিন কর্মী মোটরসাইকেলে করে পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তার পাশে উল্টে পড়ে আহত হয়। পরে তাদের আটক করে পুলিশ।
আটক কর্মীরা হলেন-লক্ষ্মীপুর সদর উপজেলার সমসেরাবাদ এলাকার আবদুর রবের ছেলে ইয়াকুব আলী (২৫), আবির নগর এলাকার মৃত দুলা মিয়ার ছেলে এমরান হোসেন (১৬) একই এলাকার বাসিন্দা মামুন হোসেন (১৮)।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন খাঁন বলেন, লক্ষ্মীপুর-রায়পুর সড়কের চালতাতলী এলাকায় শিবির কর্মীরা পিকেটিংকালে চার/পাঁচটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে। এসময় স্থানীয়রা ধাওয়া করে মুজাহিদ নামে শিবিরের এক কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক মুজাহিদ দক্ষিণ রায়পুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫