শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলায় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন রানা আহম্মেদ (২০) নামে এক শিবির কর্মী।
২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের প্রথমদিন রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দফায় দফায় এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রানা উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামের খলিল প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, হরতাল সফল করতে সকালে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড়, হামছায়াপুর ও কাঁঠালতলা এলাকায় অবস্থান নিয়ে পিকেটিং করছিল শিবির কর্মীরা।
খবর পেয়ে পুলিশ এসে তাদের বাধা দিলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে কয়েকটি যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা।
এসময় পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে এক শিবির কর্মী গুলিবিদ্ধ হন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শিবির কর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটক অপর দু’জন হলেন-উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া পূর্বপাড়ার আব্দুল জলিলের ছেলে শুকুর আলী (৩০) ও একই গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে ওয়াজেদ আলী (৩৫)।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫