ঝিনাইদহ: ঝিনাইদহ সদর হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এ কে এম কামাল ও জেলা বিএনপির অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে এবং ইয়াকুব আলীকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে তাদের আটক করা হয়।
ঝিনাইদহ সদর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুজাহিদ বাংলানিউজকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১২টার দিকে ডা. কামাল হোসেনকে তার আরাপপুরের বাসা থেকে আটক করে থানায় সোপর্দ করে যৌথ বাহিনী।
তিনি জানান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে যৌথ বাহিনী ডা. কামালকে এবং শহরের আদর্শপাড়া নিজ বাড়ি থেকে ইয়াকুব আলীকে আটক করে।
এছাড়া রোববার ভোরে ঝিনাইদহ জেলা বিএনপির অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে আরাপপুরের নিজ বাসা থেকে যৌথবাহিনী আটক করেছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
ঝিনাইদহ সদর থানার রাত্রিকালীন দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন ডা. কামাল, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ও ইয়াকুব আলীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
চিকিৎসক কামাল হোসেনের স্ত্রী ডা ফেরদৌসি রুমি বলেন, শনিবার রাত ১২টার দিকে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের বাসাটি ঘিরে ফেলে এবং কিছু কথা আছে বলে ডা. কামালকে তাদের সঙ্গে নিয়ে যায়।
এদিকে, ঝিনাইদহ ডিস্ট্রিক্ট সিকিউরিটি ব্রাঞ্চ (ডিএসবি) সূত্রে জানা গেছে, শনিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
ঝিনাইদহ ডিস্ট্রিক্ট সিকিউরিটি ব্রাঞ্চের উপ পরিদর্শক কামরুজ্জামান বলেন, নাশকতার অভিযোগে পুলিশ সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী ভুট্টোসহ এ সব নেতাকর্মীকে আটক করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের অর্থ যোগানদাতা হিসেবে যৌথবাহিনী এই তিনজনকে আটক করে।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫