সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাঈদ উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় তার স্ত্রী মিতা খাতুন আহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, রাতে ১০/১২ জনের একটি ডাকাত দল শেখ সাঈদ উদ্দিনের সুলতানপুরের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতরা তার ভাই শেখ নিজামউদ্দিনের বাড়ির গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে।
পরে আলমারি থেকে এক লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল সেট লুট করে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা নিজামের স্ত্রী মিতা খাতুনকে পিটিয়ে আহত করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫