ঢাকা: হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে আওয়ামী তাঁতি লীগ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে তাঁতি লীগের কেন্দ্রীয় সভাপতি এনাজুর রহমানের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী খালেদার কার্যালয়ের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করছেন।
একই সঙ্গে মানুষ হত্যার দায়ে খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিও জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫