ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ঢিলেঢালা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
সিলেটে ঢিলেঢালা হরতাল প্রতীকী

সিলেট: ২০ দলের ডাকা দেশব্যাপী ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন রোববার (১৫ ফেব্রুয়ারি) সিলেটে ঢিলেঢালাভাবে চলছে। বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া কোথাও বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।



রোববার  হরতালের শুরুতে পুলিশের রিকুইজিশন করা গাড়িতে শিবিরের হামলার ঘটনা ছাড়া অন্য কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগ কিংবা কোনো ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি।

এছাড়া সকাল সোয়া ১১ টা পযর্ন্ত বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ছিলেন না। পুলিশের গাড়িতে হামলার পর ২০ দলের নেতাকর্মীদের কোথাও মিছিল করারও খবর পাওয়া যায়নি।

৭২ ঘণ্টা হরতালের প্রথম দিনে সকাল থেকেই নগরীতে হালকা ও ভারি যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। সিলেটের আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে নাশকতার আশঙ্কায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, হরতালকে কেন্দ্র করে সিলেট নগরীসহ উপজেলা সদরগুলোতে সতর্ক প্রহরায় রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নাশকতা রোধে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চৌকি বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের সঙ্গে বিজিবি, র‌্যাবকেও টহল দিতে দেখা গেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, হরতালে সার্বিক পরিস্থিতি ভালো। নগরবাসীর নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতয়েন রয়েছে। সেই সঙ্গে মাঠে কাজ করছে সব গোয়েন্দা সংস্থার সদস্যরা।
 
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।